দেশের মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ, উৎসবমুখর পরিবেশে এবং জনগণের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে কোনও কোনও জায়গায় ভোট প্রদানের হার ৭০ শতাংশ বা তার চেয়েও বেশি। গড়ে ৪১ দশমিক ৮ অর্থাৎ প্রায় ৪২ শতাংশ।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমার এলাকায় ৬৯ দশমিক ৪৩ শতাংশ, প্রধানমন্ত্রীর নির্বাচনি এলাকায় সম্ভবত ৮০ শতাংশ ভোট পড়েছে। শহরাঞ্চলে হার কিছুটা কম ছিল কারণ শহরের মানুষ জায়গা পরিবর্তন করেছেন, আবার তিন দিন ছুটি পাওয়ায় অনেকে গ্রামে চলে গিয়েছেন।
নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তারা শক্ত হাতে অত্যন্ত কার্যকরভাবে এবং দক্ষতার সঙ্গে যেভাবে নির্বাচন অনুষ্ঠান করেছে, এ জন্য নিঃসন্দেহে তারা অভিনন্দন ও ধন্যবাদ পাওয়ার যোগ্য।
এর আগের নির্বাচনগুলোর সঙ্গে এমনকি পশ্চিমবঙ্গের সঙ্গেও এবারের নির্বাচন মিলিয়ে দেখা যায় যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনেক কম সহিংস ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।