“আজও খুঁজি”
@ যুথী কাজী
============
জোৎস্না রাতের মায়াবী আঁধার
আজো দেখি মায়া ছড়ায়
আলো দ্যুতির বিচ্ছুরণে
আজও খুঁজি ভালোবাসা !
আজও জোনাকী জ্বালায়
প্রেম বাতি চুপিসারে আঁধারে
মৃদু মৃদু তালে ভালোবাসা ছড়ায়
অভিসারে যাবে বলে সঙ্গী চায়!
আলো আঁধারের কামুকী ছায়া
মনে তুলে পাগলা হাওয়া
চঞ্চলতায় এলোমেলো মন
উদাস চোখ দৃষ্টি প্রখর!
আজো দেখি রাত
নিঃশব্দে একাকী বসে
আজও খুঁজি তোমায় পাশে
কাঙ্খিত মন বায়না ধরে!
আজও খুঁজি তোমায়
চারিপাশে, উন্মাদনার চোখে
নিরেখ করি দেখি তুমি কি আছো কাছে
মনে কেন এত আগুন জ্বলে!
আজও বাঁচি তোমায় ঘিরে
একবুক স্বপ্ন নিয়ে
একদিন ঠিক হবে দেখা
কোন এক গোধূলি বেলা॥