বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

ইনশাআল্লাহ একদিন আপনারা জয়ী হবেন: ড. আসিফ নজরুল 

linkedin sharing button

দেশের চলমান পরিস্থিতি নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ইনশাআল্লাহ একদিন আপনারা জয়ী হবেন।

রোববার সাড়ে ১০টায় নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করে এ মন্তব্য করেন ঢাবির এ অধ্যাপক।

তিনি ফেসবুক পোস্টে লেখেন— আমি উচিত কথা বলার চেষ্টা করি। এ জন্য অগণিত মানুষের ভালোবাসা পেয়েছি। তবে এই ভালোবাসা পেতে এখন সংকোচ লাগে। মানুষের ভালোবাসা আর শ্রদ্ধা আসলে প্রাপ্য তাদের, যারা জেল-জুলুম,

মৃত্যুভয়কে অগ্রাহ্য করে, মানুষের অধিকারের পক্ষে লড়ে যাচ্ছেন। যারা প্রলোভনকে উপেক্ষা করে সত্য ও ন্যায়ের পথে অবিচল রয়েছেন।

আমার ভালোবাসা আর শ্রদ্ধা রইল আপনাদের প্রতি। ইনশাআল্লাহ একদিন আপনারা জয়ী হবেন, আমাদের প্রিয় মাতৃভূমিকে অনাচার আর জুলুম থেকে মুক্ত করবেন।

আরও পড়ুন