আমার কবিতা
# মুন্নি আক্তার
যদি হিয়ার টানে হিয়া কাছে না আসে,
তবু তুমি আমার ১৪ ই ফেব্রুয়ারি,
যদি নির্ঘুম রাতের স্বপ্নগুলো শুধু স্বপ্নই রয়ে যায়,
তবু তুমি তো আমারই কবিতা।
তুমি তো আমার বুকের মাঝে জমে থাকা,
বুকের বা পাসটার তীব্র ব্যথা,
যা পাহাড়ের ঝর্ণার মত আমার দুচোখ দিয়ে বেয়ে পড়ছে।
এ জীবনে কোন সুখ নেই কোন স্বপ্ন নেই,
নেই কোন আর আসা,
মরুভূমির মতো তীব্র হাহাকার দেখতে পাওনি তুমি।
বলা হলো না জীবনের শেষ কথাগুলো,
জলে ভরা আঁখি তুমি দেখতে পাওনি,
দেখতে পাওনি হৃদয়ে লুকিয়ে থাকা গুপ্ত কষ্টগুলো,
তবু তুমি আমারই কবিতা।