বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সর্বশেষ

ধর্ম মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখায়

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের গৌর নিতাই সেবাশ্রমে উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে মন্দির প্রাঙ্গণে মহতী ধর্মসভা ও মহোৎসব অনুষ্ঠিত হয়। গত ১৪ ও ১৫ জানুয়ারি গৌর নিতাই সেবাশ্রম পরিচালনা কমিটির আয়োজনে মহতী ধর্মসভায় পশ্চিম গুজরা গৌর নিতাই সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি লিটন কান্তি দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাসু দেব দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। ধর্মীয় প্রধান আলোচক ছিলেন ডা. হরিপদ চক্রবর্তী।

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন আশ্রম সেবায়েত নিত্যানন্দ দাস। আশীর্বাদক ছিলেন ব্রহ্মচারী রামপ্রসাদ। পশ্চিম গুজরা দত্তপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি সুজন দত্ত ও সাধারণ সম্পাদক রাজু দত্তের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মীর আসলাম, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক নেজাম উদ্দিন রানা, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জগদীশ বড়ুয়া, ইউপি সদস্য রিটন দত্ত, ইউপি সদস্য লোকমান হোসেন, সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেন। বক্তব্য রাখেন দীলিপ সিকদার, রাজীব দত্ত, উত্তম দত্ত, সুজন দত্ত, রাতু দত্ত, বলরাম দত্ত, শিক্ষক প্রকাশ দত্ত, চিকু দত্ত, সাধন দত্ত, কৃষ্ণ দত্ত, শাপলু দত্ত। উপস্থিত ছিলেন তনধীর ভট্টাচার্য্য, জয় চৌধুরী, কিষাণ সেন, চিকিৎসক উজ্জ্বল কুমার দে, নয়ন দত্ত, রিপন দত্ত, সেতু দত্ত, তনধীর ভট্টাচার্য, রাজু দত্ত, মাধব দত্ত, জয়ন্ত দত্ত, সমীর দত্ত, রাজিব সেন, সঞ্জয় দত্ত, রাজু দে। বক্তারা বলেন- ধর্ম মানুষকে উগ্রতা ও অনৈতিক কর্মকা- থেকে বিরত রেখে সম্প্রীতি, মনুষ্যত্ব, সহিষ্ণুতা ও মানবিকতার শিক্ষা দিয়ে সত্য ও ন্যায়ের পথ দেখায়। ধর্ম মানুষকে সুশৃঙ্খল করে বদলে দেয় মানুষের জীবন। আলোচনা সভা শেষে মন্দির প্রাঙ্গণে মায়েদের সন্মাননা প্রদান করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

 

আরও পড়ুন