সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

মানবাধিকার ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ধারাবাহিক বিতরণের ১৫তম বর্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আজ বিকেল তিনটায় অক্সফোর্ড মডার্ন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা পিপিএম। কর্মসূচি উদ্বোধন করেন বিতরণ কমিটির চেয়ারম্যান এস এম সাহাব উদ্দিন।

জেলা কমিটির সভাপতি হাজী জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান সৌরভের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ আলমগীর ও অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদিন। উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ নুরুল আমিন, কার্যকরী কমিটির মোঃ ওমর ফারুক, মোহাম্মদ বাচ্চু মিয়া, জয়া চৌধুরী, সাবরিনা খান, মোহাম্মদ ইলিয়াছ, আমেনা বেগম ডলি, বিজলী বেগম, নার্গিস আক্তার মিতু, স্বাধীন বর্মন প্রমূখ। প্রধান অতিথি এডিসি নোবেল চাকমা বলেন অসহায় মানুষকে ভালোবাসার মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা যায়। সুবিধা বঞ্চিতদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া বিত্তবান ও মানবিক মানুষের নৈতিক দায়িত্ব।

 

আরও পড়ুন