বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সর্বশেষ

বিয়ের পোস্টের এক ঘণ্টা পর বাংলাদেশের মাঠে শোয়েব মালিক

গতকাল অফিসিয়াল ফেসবুক পেইজে পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিকের আগমনের খবর জানিয়েছিল ফরচুন বরিশাল কতৃপক্ষ। বিপিএলে বরিশালের প্রথম ম্যাচে পাক তারকার উপস্থিতির খবরও নিশ্চিত হয়ে যায়। তবে ম্যাচ শুরুর আগেই দারুণ এক চমক উপহার দিয়েছেন শোয়েব মালিক। তৃতীয় বিয়ের ছবি প্রকাশ করে মিরপুরে মাঠে নেমেছেন পাকিস্তান অলরাউন্ডার।

শনিবার (২০ জানুয়ারি) ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স ম্যাচের আগে নিজের তৃতীয় বিয়ের খবর দেন শোয়েব মালিক। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী সানা জাভেদের সঙ্গে দুটি ছবি পোস্ট দিয়ে মাঠে নেমেছেন মালিক।
Remaining Time -10:22

একদম আচমকা ঘোষণা দিলেন নতুন করে বিয়ের খবর। এর ঘন্টা খানেক যেতে না যেতেই বিপিএলে মাঠে নামলেন শোয়েব মালিক। রংপুর রাইডার্সের বিপক্ষে বোলিংও করেছেন বরিশালের এই তারকা। বাংলাদেশে বসেই নিজের বিয়ের খবর দুনিয়াকে জানান দিলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

সানা জাভেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে শোয়েব আরো দুবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকীর পর ২০১২ সালে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন এই পাকিস্তান অলরাউন্ডার। আয়েশার সঙ্গে ডিভোর্স হলেও সানিয়ার সঙ্গে শোয়েবের ছাড়াছাড়ি হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন