দেশের অগ্রযাত্রায় গর্বিত অংশীদার বাংলাদেশ কাস্টমস। প্রতিবছরের ন্যায় এবারও ২৬ জানুয়ারি বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৪ টি দেশে দিবসটি পালিত হয়।
শুক্রবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে সকালে চট্টগ্রাম কাস্টম হাউসে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।কম খরচ ও দক্ষতার সাথে সমন্বিত আধুনিক প্রযুক্তির মাধ্যমে “স্মার্ট বাংলাদেশ” গঠন এ বছর দিবসটির প্রতিপাদ্য
নবীন পুরানের মেলবন্ধনে লক্ষ্য অর্জনই এবারের কাস্টমস দিবসের মূল চেতনা। বিশ্ব কাস্টমস সংস্থার সদস্য দেশ হিসেবে বিশ্বের অন্যান্য দেশের কাস্টমস পরিবারের সাথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ কাস্টমস পরিবারও ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করে।
কাস্টমস মহাপরিচালক, সুরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মইনুল খান, সদস্য (মূসক: বাস্তবায়ন ও আইটি), জাতীয় রাজস্ব বোর্ড। বিশেষ অতিথি ছিলেন মোঃ মোয়াজ্জেম হোসেন, কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেট,; সৈয়দ মুসফিকুর রহমান, কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট; মোঃ শাহাদাৎ হোসেন শিকদার, কর কমিশনার , এ.কে.এম আকতার হোসেন, ডিরেক্টর, দি চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি; এম.এ মাহবুব চৌধুরী, সহ- সভাপতি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং আবিদা মুস্তাফা, ভারপ্রাপ্ত সভাপতি, চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। এছাড়াও কাস্টমসের বিভিন্ন অংশীজন, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সিএন্ডএফ এজেন্ট, শিপিং এজেন্ট প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে কাস্টমস মহাপরিচালক, সুরেশ চন্দ্র বিশ্বাস বলেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার জন্য সর্বাগ্রে প্রয়োজন “স্মার্ট জনবল”। গর্বিত আগামীর নেতৃত্বদানের জন্য পূর্ণাঙ্গ অটোমেশন, কর্মকর্তাদের পেশাগত জ্ঞান ও গৌরবের সংস্কৃতির পারস্পরিক বিনিময় ও প্রসারের মাধ্যমেই তৈরি হবে আগামীর স্মার্ট কাস্টমস
প্রধান অতিথি ড. মইনুল খান, তাঁর বক্তব্যে স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট জনবলের গুরুত্ব তুলে ধরেন। এ প্রক্রিয়ায় সরকারি, বেসরকারি, ব্যবসায়ী সকল স্তরের জনবলের সম্পৃক্ততার আহ্বান জানান। ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশ উন্নত হবে মর্মে অভিমত ব্যক্ত করে সেবার মান বৃদ্ধির মাধ্যমে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ ফাইজুর রহমান, কমিশনার, কাস্টম হাউস । সৈয়দ মুসফিকুর রহমান, কমিশনার,