শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪

সর্বশেষ

রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় : জাতিসংঘের আবাসিক প্রতিনিধি

মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোয় সেনা উপস্থিতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। এমন মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

রোববার (২৮ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

গোয়েন লুইস বলেন, চলমান রোহিঙ্গা সংকট সমাধানে বিভিন্ন মহলের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ। যখন জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল এ বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করছে তখন মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোয় জান্তা সরকারের ব্যাপক সেনা উপস্থিতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়।

তিনি আরও বলেন, মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনই অগ্রাধিকার। তবে চলমান পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য সহায়ক পরিবেশ নয়। চলমান পরিস্থিতিতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশের কোনো ঘটনা ঘটছে না।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্তব্য করেন, গত সোমবার (২২ জানুয়ারি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ হয়। এ ঘটনা রোহিঙ্গা প্রত্যাবাসনে নেতিবাচক প্রভাব ফেলছে।

আরও পড়ুন