বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ

বাইডেন সমর্থিত ভোটাররা মনে করেন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল

ব্রিটিশ জরিপ সংস্থা ইউগভ ও বিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্টের এক যৌথ জরিপে উঠে আসে, যেসকল ভোটার যুক্তরাষ্ট্রের গত নির্বাচনে জো বাইডেনকে ভোট দিয়েছিলেন তাদের ৫০ শতাংশই মনে করেন- গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। বিপরীতে ট্রাম্পকে ভোট দেওয়া ১২ শতাংশ ভোটার একই ধরনের মনোভাব পোষণ করেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়।

এই জরিপ ২১ জানুয়ারি হতে ২৩ জানুয়ারির মধ্যে ১৬৬৪ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর চালানো হয়। জরিপে অংশ নেওয়া বাইডেনের ভোটারদের ৫১ শতাংশ মনে করেন, গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ‘অনেক বেশি কঠিন’। বাইডেনের ভোটারদের মধ্যে ৫৮ শতাংশ মনে করেন গাজার যুদ্ধ মধ্যপ্রাচ্যের ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে।

বাইডেন বলেছেন, যদিও আমরা এই হামলার তথ্য-প্রমাণ সংগ্রহ করছি তবে আমরা জানি যে, সিরিয়া ও ইরাকে সক্রিয় ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো এ হামলা চালিয়েছে। কোনো সন্দেহ রাখবেন না—আমরা যথাসময়ে আমাদের নিজস্ব পদ্ধতিতেই দায়ীদের জবাবদিহির আওতায় আনব।

রোববার (২৮ জানুয়ারী) জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে এ হামলায় যুক্তরাষ্ট্রের ৩ সেনা নিহত হয়। আহত হয় আরও অন্তত ৩৪ জন।

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় নিহত তিন সেনার উদ্দেশ্যে কিছুক্ষণ নীরবতা পালন করেন বাইডেন। এবং এসময়ে তিনি বলেন, আমরা এর জবাব দেব।

সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনায় ইরান সমর্থিত গোষ্ঠীকে জড়িয়ে মূলত তেহরানকেই দুষছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন