বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ

ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়টি বিবেচনা করব : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় উৎসাহ যোগাতে ফিলিস্তিনিদের একটি রাজনৈতিক আবহ দিতে হবে। আর এটি হলে তা ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য সহায়ক হবে। এমনটা মন্তব্য করেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন।

সোমবার (২৯ জানুয়ারী) রাতে লন্ডনে এক অনুষ্ঠানে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ কথা বলেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী  বলেন, ফিলিস্তিনিদের অবশ্যই একটি রাজনৈতিক আশাবাদের জায়গা থাকতে হবে, যাতে তারা দেখতে পায় দুই রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এমন অগ্রগতি হয়েছে, যেখান থেকে ফিরে আসার উপায় নেই।

ফিলিস্তিন রাষ্ট্রটি কেমন হবে, এর ভৌগোলিক গঠন কেমন হবে ও কীভাবে পরিচালিত হবে। এসব বিষয়ে আমাদের কাজ শুরু করে দেয়া উচিত। জাতিসংঘসহ অন্যান্য মিত্রদের সঙ্গে নিয়ে আমরা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার বিষয়টি বিবেচনা করব।

ডেভিড ক্যামেরন গাজায় আরো মানবিক সহায়তা ঢুকতে দেয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান।

ডেভিড ক্যামেরন বলেন, ব্রিটিশ এবং অন্যান্য দেশের পাঠানো মানবিক সহায়তা সীমান্তে ফেরত পাঠানোর বিষয়টি ‘হাস্যকর’।

গত ৩০ বছর ইসরাইলের ব্যর্থতার গল্প, কারণ তারা তার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতা স্বীকার করার মাধ্যমেই কেবল শান্তি ও অগ্রগতি হবে।

খবরে – বিবিসি।

আরও পড়ুন