স্টকহোমে ইসরায়েলি দূতাবাসের বাইরে পাওয়া বোমাটি “” ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সুইডিশ পুলিশ।ঘটনাটি – ইসরায়েলি রাষ্ট্রদূতের একটিকে “আক্রমণের চেষ্টা” হিসাবে চিহ্নিত করেছে – সুইডিশ পুলিশরা এলাকা ঘেরাও করে রেখেছে
পুলিশ বলেছে, খুব তারাতারি পুলিশকে জানানোর কারোনে এই ঘটনায়, কেউ আহত হয়নি।একজন মুখপাত্র পরে এএফপি বার্তা সংস্থাকে বলেন যে কর্মীরা এটি খুঁজে পেয়েছেন। স্থানীয় সময় দুপুর ২ টা বাজে এটি পাওয়া যায় বলে জানান স্থানীয় পুলিশ
বোমাটি জাতীয় বোমা স্কোয়াড দ্বারা ধ্বংস করেছে বলে জানিয়েছে দেশটির মুখপাত্র ।