চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় ফুটপাত থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হকারদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য এবং কয়েকজন হকার আহত হয়েছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালে ফুটপাত থেকে হকার উচ্ছেদ কার্যক্রম চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউমার্কেট মোড় থেকে ফলমন্ডিতে পুনর্দখল ঠেকাতে সোমবার অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী, চৈতী সর্ববিদ্যা ও মো. সাব্বির রহমান সানি। বিকালে এই অভিযানে হামলা চালিয়েছে হকাররা।
চট্টগ্রাম সিটি করপোরেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নগরীর নিউমার্কেট স্টেশন রোডের উভয় পাশ ‘হকারমুক্ত’ রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সিটি করপোরেশন। পরে সোমবার আবারও সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তারা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করার সময় তাদের বাধা দেন হকাররা। পুলিশ এগিয়ে এলে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় হকারদের। দফায় দফায় চলা সংঘর্ষ সন্ধ্যায় নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা বলেন, ফুটপাত থেকে হকার উচ্ছেদে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। হকারদের ছোড়া ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব আবুল হাশেম বলেন, ‘ফুটপাত দখলে রাখা হকারদের সরাতে গেলে তারা আমাদের ওপর হামলা করেছে। হকারদের হামলায় পুলিশসহ সিটি করপোরেশনের কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০-১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। আমাদের চার-পাঁচটি গাড়ি ভাঙচুর করেছে তারা। আমরা এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবো।’
ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, সড়ক, নালা ও ফুটপাত দখল করা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি আমরা। এ সময় অবৈধ দখলদাররা বাধা দিলে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুনর্দখল ঠেকাতে মনিটরিং চলমান থাকবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, ফুটপাত থেকে হকার উচ্ছেদকালে অবৈধ দখলদারদের হামলায় তিন পুলিশ ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের চার কর্মী আহত হন। হকাররা দুটি ডাম্প ট্রাক, একটি পিকআপ ও বিদ্যুৎ উপ-বিভাগের একটি লিফট ভাঙচুর করেছে।