সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

আমি কারও গার্লফ্রেন্ড না, মুস্তাকের বৈধ স্ত্রী: তিশা

দুই দফায় বইমেলা থেকে তাড়া খেয়ে ও হত্যার হুমকি পেয়ে নিজেদের নিরাপত্তা চেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে অভিযোগ করেছেন আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। সোমবার রাত ৮টার দিকে তারা রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের কাছে লিখিত অভিযোগ করেন।

এদিকে ডিবি অফিস থেকে বের হয়ে সাংবাদিকদের তিশা জানান তার কোনো সময় কোনো বয়ফ্রেন্ড ছিল না। বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছেলে দাবি করেছে মুস্তাক তার গার্লফ্রেন্ড নিয়ে চলে গেছে। আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না। তিনি কী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বলেন। এটা সম্পূর্ণ মিথ্যা।’

 

তিশা বলেন, ‘আমি কারও গার্লফ্রেন্ড না, আমি মুস্তাকের বৈধ স্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেকভাবে বিষয়টি প্রচার করছে এবং মুস্তাকের বইটি প্রকাশ্যে কিছু ছেলে ছিঁড়ে ফেলেছে। বইমেলায় আমাদের উত্ত্যক্ত করেছে, আমাকে নানা অশ্লীল অঙ্গভঙ্গি করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ করেছি।’সবাইকে বইটি পড়ার আহ্বান জানিয়ে তিশা বলেন, ‘সবাই এই বইটি পড়বেন। আশা করি নিজেদের ভুল শুধরাতে পারবেন।’

 

এর আগে শুক্রবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় স্ত্রীকে নিয়ে নিজের লেখা বইয়ের প্রচারণায় যান মুশতাক। একপর্যায়ে দর্শনার্থীদের ক্ষোভের মুখে তাড়া খেয়ে মেলা প্রাঙ্গণ ছাড়ে এই দম্পতি। এ ঘটনার পরদিন শনিবার নিজেদের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি করেন আলোচিত এ দম্পতি। সোমবার আবারও বইমেলায় গেলে ফের তাড়া খেয়ে মেলা প্রাঙ্গণ ছাড়েন তারা। পরে নিরাপত্তার আবেদন করতে তারা সন্ধ্যায় ডিবি কার্যালয়ে যান।

 

সম্প্রতি রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করেন। তাদের এই ‘অসম বিয়ে’ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। যদিও শুরু থেকে এ দম্পতি জানান, তারা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছেন। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

আরও পড়ুন