অনিয়মিত অভিবাসনের কারণে ভারত মহাসারে অবস্থিত ফরাসি ডিপার্টমেন্ট মায়োতে চলছে গুরুতর সামাজিক সংকট ও রাজনৈতিক অচলাবস্থা। সমস্যা সমাধানে রোববার দ্বীপটি সফর করে নাগরিকত্ব সম্পর্কিত ‘ভূমি আইন’ সংশোধনের ঘোষণা দিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানা।
ফ্রান্সের মূল ভূখণ্ডের বাইরে রয়েছেও বেশ কিছু ফরাসি ডিপার্টমেন্ট ও রিজিওন। আইন অনুযায়ী, এসব দ্বীপের নাগরিকরা ফরাসি নাগরিক এবং ফ্রান্সের মূল ভূখণ্ডের ন্যায় একই সুযোগ সুবিধা ভোগ করেন। মায়োত এমন ডিপার্টমেন্টগুলোর একটি যার অবস্থান ভারত মহাসাগরে।
ভৌগলিকভাবে এটি একটি দ্বীপপুঞ্জ। যা কোমোরোস দ্বীপপুঞ্জের পূর্বে, মোজাম্বিক চ্যানেলের উত্তরে এবং মাদাগাস্কারের উত্তর-পশ্চিমে অবস্থিত।
তিন লাখ ১০ হাজার বাসিন্দার দ্বীপটি ফ্রান্সে দরিদ্রতম ডিপার্টমেন্টগুলোর একটি। দ্বীপে অবস্থানরত অভিবাসীদের মধ্যে ৪৮ শতাংশ পাশ্ববর্তী কমোরোস দ্বীপপুঞ্জ ও অন্যান্য আফ্রিকান অঞ্চল থেকে আগত। অভিবাসীদের বড় একটি অংশ মাত্র ৭০ কিলোমিটার দূরে অবস্থিত কমোরোস থেকে মাছ ধরার নৌকায় চড়ে দ্বীপটিতে আসেন। পরবর্তীতে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অস্বাস্থ্যকর বস্তি তৈরী করে বসবাস করেন।
অচল পুরো দ্বীপ
গত ২২ জানুয়ারি থেকে অনিয়মিত অভিবাসন কারণে দ্বীপে চলছে অবরোধ ও আন্দোলনের ঘটনা। মায়োত নাগরিক সমষ্টির নেতৃত্বে সাম্প্রতিক দিনগুলোতে চলছে টানা অবরোধ। এমন পরিস্থিতিতি অচল হয়ে পড়েছে পুরো দ্বীপের জীবন যাত্রা।