শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

আবারও বাংলাদেশে আশ্রয় নিয়েছে ২৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘর্ষ বেড়েছে। আবারও প্রাণ নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২৯ সদস্য়।

সোমবার (১১ মার্চ) সকালে তারা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গেছে ফেব্রুয়ারিতে আরাকান আর্মির আক্রমণের চাপে পরে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ জন। ফেব্রুয়ারির মাঝামাঝি কক্সবাজারের উখিয়া ইনানী নৌ-বাহিনীর জেটিঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারের কাছে ফিরিয়ে দেয়া হয়।

এবিষয়ে শরীফুল ইসলাম জানান, বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প থেকে ২৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের নাইক্ষ‌্যংছ‌ড়ির নুরুল আলম কোম্পানির চা বাগানে রাখা হ‌য়ে‌ছে। সেখান থেকে তাদের নিরস্ত্র করে অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে।

আরও পড়ুন