শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

স্বাধীনতা দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌ-বাহিনীর ৭টি জাহাজ

বাংলাদেশে স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ বাংলাদেশ নৌ-বাহিনীর কিছু জাহাজ প্রদর্শনীর জন্য উন্মুক্ত রাখা হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল এবং চাঁদপুরে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে।

শনিবার (২৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ মার্চ ঢাকা সদর ঘাটে বানৌজা তিতাস, নারায়ণগঞ্জ পাগলা নেভাল জেটিতে বানৌজা অদম্য, চট্টগ্রাম নিউমুরিং নেভাল জেটির বার্থ-৪/২ এ বানৌজা প্রত্যাশা, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা শহীদ আখতার উদ্দিন, মোংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা তুরাগ, বরিশাল মেরিন ওয়ার্কশপ জেটিতে বানৌজা শহীদ দৌলত এবং চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা সালাম জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন