রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

সর্বশেষ

ওলামা লীগের নামে চাঁদাবাজি করবেন না, খরচ নেত্রী দেবেন: কাদের

আওয়ামী ওলামা লীগের নামে চাঁদাবাজি না করতে সংগঠনটির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী ওলামা লীগের প্রথম সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ওলামা লীগের নামে চাঁদাবাজি করবেন না। বদনাম যেন না হয়। প্রোগ্রাম করবেন, পয়সা না থাকলে আমাকে বলবেন। নেত্রীকে আমি বলব। আপনাদের খরচ যেটা প্রয়োজনীয়, সেটা নেত্রীই বহন করবেন। কিন্তু আপনারা চাঁদাবাজি করে দুর্নাম কামাবেন না। এটা অতীতের অনেকেই করেছে। আপনার খুব ভালো করেই জানেন।’

ওলামা লীগ দীর্ঘদিন রাজপথের আন্দোলনে ছিল উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পুলিশের আক্রমণের মুখেও রাজপথ ছাড়েনি এবং নেত্রী যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অমান্য করেনি। দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, তারা সম্মেলনের মাধ্যমে সংগঠিত হবে। সময় লেগেছে তবে তাদের প্রত্যাশা পূরণ হয়েছে। বঙ্গবন্ধু শেখ হাসিনার নির্দেশের এই সম্মেলন হচ্ছে।’

ওলামা লীগ আওয়ামী লীগের সহযোগী না কি সমমনা সংগঠন হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটা নেত্রীই (শেখ হাসিনা) ঠিক করবেন।’

এ সময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে অনুমতি নিয়ে এই সম্মেলন আয়োজন করা হয়েছে। আপনারা লাকি। এত দিন ওলামা লীগ বিভিন্ন ধারায় চলেছে। বিতর্কিতভাবে চলেছে। আওয়ামী লীগ এক কথা বলছে, পেছন থেকে অন্য কথা বলেছেন। বিরোধী কথাবার্তা বলা যাবে না। শেখ হাসিনার সরকার যে কথা বলবে, তার সঙ্গে মিলিয়ে আপনাদের কথা বলতে হবে। বিরোধ করা যাবে না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওলামা লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডক্টর কে এম আব্দুল মোমিন সিরাজী।

আরও পড়ুন