শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে, মদিনার উদ্দেশ্যে রওনা দেওয়া হজের ফ্লাইটটি সেখানকার স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে পৌঁছার কথা রয়েছে। বাংলাদেশ বিমানের ২০টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে এবার হজযাত্রীদের সৌদিআরব নেয়া হবে।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তসলীম আহমেদ সিভয়েসকে বলেন, এবার চট্টগ্রাম থেকে ১০ হাজারের বেশি মানুষ হজ পালন করবেন। ২০টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে এবার হজযাত্রীদের পরিবহন করা হবে। এরমধ্যে চট্টগ্রাম থেকে ১৩টি ফ্লাইট জেদ্দা রুটে এবং ৭টি ফ্লাইট মদিনা রুটে বিমান পরিচালনা করা হবে।
বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সম্মানিত হজযাত্রীদের পবিত্র ভূমির উদ্দেশ্যে যাত্রাকে সহজ ও নির্বিঘ্ন করতে বিমানের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে বিমান ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকে ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করছে। ভবিষ্যতে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকে ‘রুট টু মক্কা’ সার্ভিস চালুর বিষয়ে সৌদি কর্তৃপক্ষকে বিমানের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।