জাতীয় পার্টির ১০ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপির নির্দেশে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সমন্বয়ক ও জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি এম এ গোফরান ও অধ্যাপক ইকবাল হোসেন রাজুর সুপারিশে গত ৫ জুন, ২০২৩ইং চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেছেন জাতীয় পার্টির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ। উক্ত কমিটিতে আমান উল্লাহ আমানকে আহ্বায়ক ও নুরুল ইসলাম কমিশনারকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।