শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

তিন বছরের চুক্তিতে আল ইত্তিহাদে বেনজেমা

মঙ্গলবার রিয়াল মাদ্রিদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। কয়েক ঘণ্টা পর নতুন ক্লাবে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণাও দিয়ে দিলেন করিম বেনজেমা। তিন বছরের চুক্তিতে সৌদি চ্যাম্পিয়ন আল ইত্তিহাদে যোগ দিয়েছেন ফরাসি স্ট্রাইকার।

দল বদল বিষয়ক নির্ভরযোগ্য সংবাদকর্মী বলে স্বীকৃত ফ্র্যাব্রিজিও রোমানোর দেওয়া তথ্য অনুযায়ী বেনজেমা প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরো বেতন পাবেন। ফলে সাবেক রিয়াল সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদো সৌদি প্রো লিগে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে অবির্ভুত হচ্ছেন। ক্লাবটিতে যোগ দিয়ে বেনজেমা প্রশংসা করেছেন সৌদি লিগের, ‘এটা অনেক ভালো একটা লিগ, এখানকার খেলোয়াড়রাও অনেক ভালো।’

সাবেক সতীর্থে রোনালদোর কথাও উঠে এসেছে তার কথায়, ‘ক্রিস্তিয়ানো আমার বন্ধু ইতোমধ্যে এখানে যোগ দিয়েছে। তাতে এটাই প্রমাণ হয় সৌদি আরব ওপরের ধাপে উন্নীত হচ্ছে। আমি এখানে জিততে এসেছি, যেমনটা ইউরোপে করেছি।’

আরও পড়ুন