রাজধানীর তেজগাঁও থানার এলেনবাড়ি এলাকায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে বিবস্ত্র অবস্থায় তাদের লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত পুরুষের নাম- দেলোয়ার হোসেন (৫৩)। তার বাড়ি নড়াইলের লোহাগড়ায়। আর নারীর নাম- মৌসুমী আক্তার রানী (৪২)। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় তার বাড়ি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, বুধবার সকাল সাড়ে সাতটায় খবর পেয়ে তেজগাঁও এলেনবাড়ি স্টাফ কোয়ার্টার এলাকায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গণতন্ত্রের স্বার্থে সংলাপের কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ওই নারীর ব্যাগে বেশ কিছু কনডম পাওয়া গেছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, কী কারণে তারা মারা গেছেন, বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। বিষয়টি তদন্তধীন রয়েছে।