প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া মামলার আসামি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ঢাকার চকবাজার থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ বুধবার সন্ত্রাস বিরোধী আইনের এ মামলায় চকবাজার থানার পরিদর্শক জাকির হোসেন এ আবেদন করেছেন।
গত ২৪ মে রাজধানীর চকবাজার থানায় এ মামলা করেন আশিকুর রহমান অনু নামের এক ছাত্রলীগ নেতা। এরপর গত ২৮ মে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের এই আবেদন করেন জাকির হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭ জুন আসামির উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন।
সে অনুযায়ী, আজ চাঁদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। বিকেল ৩টার দিকে ওই রিমান্ড আবেদনের উপর শুনানি হবে বলে জানা গেছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দিয়ে কী বলেছিলেন চাঁদ (ভিডিও)
উল্লেখ্য, গত ১৯ মে আবু সাঈদ পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে’ পাঠাতে হবে বলে উল্লেখ করেন। গত ২৫ মে বেলা পৌনে ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই ঘটনায় রাজশাহিতে হওয়া একটি মামলায় চাঁদকে দুই দফায় পাঁচ ও তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত। ওই রিমান্ডের পর ফরিদপুর আদালতে ২০ কোটি টাকার মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন গত ৬ জুন। আর গত ২৩ মে মামলাটি করেন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।