চন্দনাইশ উপজেলার সেবন্দি গ্রামের প্রখ্যাত আধ্যাত্বিক সাধক, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত, হযরতুলহাজ্ব আ্ল্লামা শাহ ছুফি সৈয়দ মুহাম্মদ ফয়েজ আহমদ কলন্দরী (রহঃ) এর বড় শাহজাদা সৈয়দ কামাল উদ্দীন আহমদ কলন্দরী`র সহধর্মিণী এবং সাংবাদিক ও প্রাবন্ধিক সৈয়দ শিবলী সাদেক কফিল-এর মমতাময়ী মা সৈয়দা সালেহা কামাল সোমবার (৫জুন, ২০২৩ তারিখ) সকাল ১১টায় চট্টগ্রাম শহরের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজেউন)।
একইদিন সন্ধ্যায় (বাদে মাগরিব) নামাজে যানাজা শেষে মরহুমাকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৪ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
নামাজে যানাজায় কলেজ-বিশ্ববিদ্যালয়-স্কুল-মাদরাসার শিক্ষক, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের অফিসার, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মানবাধিকার ও উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত হন।
শোক প্রকাশ : চন্দনাইশের বিশিষ্ট ব্যক্তি যথাক্রমে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ব্যবস্হাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মিয়া মো: ইউসুপ চৌধুরী এক বার্তায় সাংবাদিক সৈয়দ শিবলী সাদেক কফিলের মায়ের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন।
চন্দনাইশ প্রেসক্লাব : চন্দনাইশ প্রেসক্লাব -এর সভাপতি মাস্টার নুরুল আলম, সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)`র সদস্য ও চন্দনাইশ প্রেসক্লাবের নির্বাহী সভাপতি শামসুল আলম টগর, প্রেসক্লাবের প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ মহসিন এক বার্তায় সাংবাদিক সৈয়দ শিবলী সাদেক কফিলের মমতাময়ী মায়ের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন।
চন্দনাইশ প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। মহান আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন।