শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

করাচিতে সাংবাদিক জুবায়ের আনজুমকে অপহরণ করেছে পুলিশ

পাকিস্তানের জিও নিউজের নির্বাহী প্রযোজক জুবায়ের আঞ্জুমকে করাচির মডেল কলোনি এলাকায় তার বাসভবন থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, মঙ্গলবার এ তথ্য জানা গেছে।

জিও টিভিতে প্রকাশিত একটি প্রতিবেদনে আনজুমের আশেপাশের বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে, সোমবার গভীর রাতে মডেল কলোনি মোড়ের কাছে তার বাড়িতে দুটি পুলিশ ভ্যান আসে এবং ‘তাকে তুলে নিয়ে যায়’।

প্রতিবেদনে আনজুমের ভাই ওয়াজাহাতকে উদ্ধৃত করেও বলা হয়েছে যে কর্মকর্তারা ‘আগ্নেয়াস্ত্র নিয়ে’ তাদের বাড়িতে প্রবেশ করেছিল এবং পরিবারের সদস্যদেরও মারধর করা হয়েছিল। ‘তারা জুবায়ের ভাইকে কিছু প্রশ্ন করে এবং তাকে বন্দুকের মুখে তুলে নিয়ে যায়। তারা তার মোবাইল ফোনও নিয়ে গেছে,’ প্রতিবেদনে যোগ করা হয়েছে।

ওয়াজাহাত বলেছেন যে, আঞ্জুমের বাড়ির আশেপাশে স্থাপিত সিসিটিভির ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) কর্মকর্তারা জব্দ করেছেন। ‘পুলিশ গ্রেপ্তারের কোনো কারণ জানায়নি। এমনকি তারা তাকে তার চপ্পলও পরতে দেয়নি। আমরা বারবার জিজ্ঞেস করছিলাম ব্যাপারটা কী, কিন্তু তারা কোন উত্তর দেয়নি,’ ওয়াজাহাত বলেন। সূত্র: ডন।

আরও পড়ুন