গাজীপুরের কালিয়াকৈরে ল্যাভেন্ডার গার্মেন্টস নামে একটি পোষাক কারখানার প্রায় অর্ধশতাধিক শ্রমিক তীব্র গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে।
প্রতিদিনের মতই বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৮টায় কারখানার শ্রমিকরা কাজে যোগদান করলে কর্মরত অবস্থায় ৯ টার দিকে একজন শ্রমিক অজ্ঞান হয়ে পড়ে। এরপর অন্যান্য শ্রমিকরাও অসুস্থ হতে থাকলে গার্মেন্টস কর্তৃপক্ষ তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তবে এঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
কারখানার সিনিয়ার ম্যানেজার মনিরুজ্জামান জানান, তীব্র গরমে হিট স্ট্রোক হয়ে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। অনেকেই সুস্থ হয়ে বাসায় চলে গেছেন। আপাতত গার্মেন্টস ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।