শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

লন্ডনের রেইনহ্যামে ১ম বার শুভ বুদ্ধ জয়ন্তী উদযাপন

লন্ডনের রেইনহ্যামে অবস্হিত বাংলাদেশ বৌদ্ধ বিহার ইউকে’তে প্রথমবারের মতো উদযাপিত হলো ‘শুভ বুদ্ধ জয়ন্তী ২৫৬৭’।

বুধবার লন্ডন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল ইউ কে এর সাধারণ সম্পাদক সুমন চৌধুরী জানান, রবিবার সকাল হতে বিকাল পর্যন্ত চলে পূর্ণ ধর্মীয় উদ্দীপনায় বুদ্ধ পুজা, বুদ্ধস্নান, পঞ্চশীল, ধর্মদেশনা, পিন্ডদান, জ্ঞাতিভোজন।
এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডঃ অরুনজ্যোতি মহাথের, বিশেষ অতিথি ডঃ সুমনা মহাথের, প্রধান বক্তা ভদন্ত অমিতানন্দ ভিক্ষু।
ভার্চুয়ালি অনলাইনে সদ্ধর্ম দেশনা করেন ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের, ডঃ জিনবোধি মহাথের ও ডঃ সংঘপ্রিয় মহাথের।
সান্ধ্য প্রার্থনা পরিচালনা করেন ভদন্ত উ পামখা মহাথের ও ডঃ নাগসেন মহাথের। পরিশেষে, বুদ্ধ কীর্তনের মাধ্যমে পরিপূর্ণ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করা হয়।
তাছাড়া উক্ত অনুষ্ঠানে ‘বাংলাদেশ বৌদ্ধ বিহার ইউকে ‘ এর নব গঠিত পরিচালনা কমিটির সভাপতি তুষার বড়ুয়া ও সাধারন সম্পাদক হিসাবে পার্থ প্রতীম বড়ুয়াকে নিয়ে আগামী ২ বছরের জন্য চন্দন বড়ুয়া কর্তৃক বিহার পরিচালনা কমিটি ঘোষণা করে কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
Bangladesh Bouddha Bihar এর নব গঠিত পরিচালনা কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয় উক্ত অনুষ্ঠানে। সভাপতি তুষার বড়ুয়া ও সাধারন সম্পাদক হিসাবে পার্থ প্রতীম বড়ুয়াকে নিয়ে আগামী ২ বছরের জন্য বিহার পরিচালনা কমিটি চন্দন বড়ুয়া কর্তৃক ঘোষিত হয়।
“বুদ্ধ জয়ন্তী ২৫৬৭” সুষ্ঠুভাবে পরিচালনায়
Bangladesh Buddhist Council UK এর কমিটির সজীব চৌধুরী, সুমন চৌধুরী, সৌরভ বড়ুয়া , টিপলু বড়ুয়া, দেব প্রসাদ চৌধুরী (অপু), শীলময় বড়ুয়া শীপন, শিমুল বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, মানস বড়ুয়া (লিটু), অজিত বড়ুয়া , আনন্দ সিংহ, সুমিত বড়ুয়া, জিকু বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া ,সিদ্ধার্থ বড়ুয়া, রোমেন বড়ুয়া সহ সব সদস্যরা অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে সর্বাঙ্গীন সহযোগিতা করেন।
ভিক্ষুসংঘ ও জ্ঞাতিভেজনের রান্না ও পিন্ডদান সহ সার্বিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করেছেন ভারতী বড়ুয়া, সুলেখা বড়ুয়া, মীরা বড়ুয়া, মলি বড়ুয়া , লীনা চৌধুরী, পম্পি বড়ুয়া, অর্ণিলা চৌধুরী, প্রিয়াংকা বড়ুয়া , অপর্ণা চৌধুরী, মুনমুন বড়ুয়া ডানা, বর্ণালী বড়ুয়া , রিপা বড়ুয়া, নমিতা সিংহ, চৈতী বড়ুয়া প্রমুখ।

আরও পড়ুন