অস্ট্রেলিয়া হাইকমিশনার এইচ ই জেরেমি ব্রুয়ার এর সাথে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দল। এটাই অস্ট্রেলিয়ান হাইকমিশনের সাথে বিএনপির প্রথম বৈঠক।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে গুলশান অস্ট্রেলিয়া হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির প্রতিনিধি দলের হয়ে বৈঠকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে গুলশান ক্লাবে অস্ট্রেলিয়া হাইকমিশনারের আহ্বানে চা-চক্র অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জার্মানি ডেপুটি রাষ্ট্রদূত, সুইডেন দূতাবাসের দ্বিতীয় সেক্রেটারি, সুইজারল্যান্ড দূতাবাসের কাউন্সেলর, কানাডা দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর, নেদারল্যান্ড দূতাবাসের ফাস্ট সেক্রেটারি, ব্রিটিশ হাই কমিশনের কর্মকর্তা, এছাড়াও জাপান ও আমেরিকা দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।