শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

৮৬ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
যা যা প্রয়োজন-

পদের নাম : সহকারী পরিচালক

পদের সংখ্যা : ১টি

আবেদন যোগ্যতা : কমপক্ষে স্নাতকোত্তর পাস। তবে পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ঋণ কর্মসূচিতে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা এবং কমপক্ষে ৫০টি শাখার দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে। ঋণ কর্মসূচির প্রতিবেদন তৈরি ও যাচাই, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, মাঠ পর্যায়ের মনিটরিং ও সুপারভিশন কাজে পারদর্শী হতে হবে এবং ক্ষুদ্র উদ্দ্যোগ ও ঋণ কর্মসূচির আওতায় সামাজিক উন্নয়ন কর্মসূচি পরিকল্পনা প্রণয়নে দক্ষতা থাকতে হবে। পরিদর্শন কাজে মাসে কমপক্ষে ১২ দিন ঢাকার বাইরে যেতে হবে।

প্রার্থীর বয়সসীমা : ৪২-৪৭ বছর।

কর্মস্থান : বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন শিক্ষানবিশকালে ৮১,০০০- ৮৬,০০০ টাকা (ভাতাসহ)। স্থায়ীকরণের পর ৮৮,৬২৫- ৯৪,৩৪০ টাকা (ভাতাসহ)। এ ছাড়াও বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বৈশাখী ভাতা ও বছরে দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে। মাঠ পরিদর্শনের ক্ষেত্রে সংস্থার গাড়ি ব্যবহারের সুবিধা পাবেন।

আবেদনের শেষ তারিখ : ২৪ জুন, ২০২৩

আবেদন যেভাবে : আগ্রহীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি, ২ কপি সদ্য তোলা রঙ্গিন ছবি, দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, মোবাইলনম্বরসহ আবেদনপত্র পাঠাতে হবে উপ-পরিচালক (মানব সম্পদ ও প্রশাসন), পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭ এই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ : ২৪ জুন, ২০২৩

আরও পড়ুন