সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের নতুন ঠিকানার নাম ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) সদ্যই বিদায় জানানো এই ফরোয়ার্ডের নতুন ঠিকানা যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি। আনুষ্ঠানিকভাবে ক্লাবের সঙ্গে এখনও চুক্তি স্বাক্ষর না করলেও চুক্তির বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মেসি।
এদিকে মেসির নামের ওজন যে কতটা ভারী সেটি পিএসজির পর এবার টের পাচ্ছে ইন্টার মিয়ামিও। ২০২১ সালে মেসি যখন প্যারিসে যোগ দিয়েছিলেন সে সময় হুট করেই ফরাসি জায়ান্টদের জার্সি বিক্রি কয়েক গুণ বেড়ে গিয়েছিল। এবার আর্জেন্টাইন খুদে জাদুকরের প্রভাবে হু হু করে বেড়ে চলেছে ইন্টার মিয়ামির ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা।
মেসি যোগদানের খবর প্রকাশের আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগের দল ইন্টার মিয়ামির ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল ১ মিলিয়ন। মাত্র এক রাতের ব্যবধানে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৪.৮ মিলিয়নে (এই রিপোর্ট লেখা পর্যন্ত)। শুধু তাই নয়, মেসির ঘোষণার পর প্রথম চার ঘণ্টায় মিয়ামির ফলোয়ার বাড়ে ১৩ লাখ। আর আট ঘণ্টা পর নতুন ফলোয়ারের সংখ্যা ছিল প্রায় ২১ লাখ।
স্প্যানিশ সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, ঘণ্টায় প্রায় আড়াই লাখ করে বাড়ছে ইন্টার মিয়ামির ইনস্টাগ্রামের ফলোয়ার। প্রতি মিনিটে নতুন ফলোয়ার বাড়ছে ৪ হাজার ৩৮৫ আর সেকেন্ডে ৭৩ জন করে।