ক’দিন আগে চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুকে থেকে কিছু ‘গোপন’ ছবি ও ভিডিও ভাইলার হয়। যার কারণে সমালোচনার মুখে পড়েন ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও তানজিন তিশা। যার রেশ রয়ে গেছে এখনও। আর এর প্রমাণ মেলে তিশার প্রকাশিত কিছু ছবিতেই।
আজ বৃহস্পতিবার ফেসবুক অ্যাকাউন্টে তানজিন তিশা শেয়ার করেন তার জন্মদিনের কিছু ছবি। কিন্তু ছবি পোস্ট করেই যেন বিপাকে পড়েন এই অভিনেত্রী। নানা রকমের আপত্তিকর মন্তব্য পড়ে কমেন্টবক্সে। একপর্যায়ে মন্তব্য করার অপশনটাই বন্ধ করে দেন তিনি।
তিশার ছবিতে অনেকই প্রশ্ন তুলেছেন, শরিফুল রাজকে নিয়ে। অনেকে আবার অভিনেত্রীকে ‘মাতাল’ বলেও মন্তব্য করেছেন। পাশাপাশি কেউ কেউ জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছাও। বরাবরের মতো মন্তব্যগুলো দেখেও, নিরব আছেন তানজিন তিশা।