তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের জনজীবন। কয়েক দিন ধরে তীব্র তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। সূর্যের তীব্র প্রখরতায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কর্মকাণ্ড। এর মুক্তি দিতে পারে এক পসলা বৃষ্টি। দেশের দুই-এক জায়গায় বৃষ্টি হলেও তা তীব্র গরমের লাগাম টানতে পারেনি। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে গাজীপুরের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) পড়েছেন মানুষ।
ইতোমধ্যে রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় বোর্ডবাজার কামারজুরী সাহেববাড়ি মসজিদ মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে কামারজুরী এলাকার প্রায় চার শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মুফতি মইন উদ্দিন বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ বিষয়ে মুফতি মইন উদ্দিন বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছেন। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইসতিসকা অর্থাৎ পানির জন্য দোয়া বলা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় গাজীপুরের শ্রীপুর বরমী ডিগ্রি কলেজ মাঠে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজের ইমামতি করেন বরমী জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসার প্রধান মুফতি মঈনুদ্দীন সিরাজী।
নামাজ আদায়কারীরা বলেন- একাধিক জেলায় বয়ে যাচ্ছে তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহ। এতে খেটে খাওয়া মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছেন। অন্যসব জেলার মতোই কয়েক দিনের প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত কামারজুরী গাজীপুরের জনজীবন। বেশ কিছু দিন ধরে বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে জমির ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট।