ইউক্রেনজুড়ে ফের অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত একজন নিহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তবে ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার ছোড়া ৬ টি ক্ষেপণাস্ত্রের মধ্যে তারা চারটি ভূপাতিত করেছে। এ ছাড়া ১৬ টি ড্রোনের মধ্যে রাশিয়ার ১০টি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও তিনজন। এছাড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে চারটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।