শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

ইউক্রেনজুড়ে রাশিয়ার ফের মুহুর্মুহু হামলা

ইউক্রেনজুড়ে ফের অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত একজন নিহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার ছোড়া ৬ টি ক্ষেপণাস্ত্রের মধ্যে তারা চারটি ভূপাতিত করেছে। এ ছাড়া ১৬ টি ড্রোনের মধ্যে রাশিয়ার ১০টি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও তিনজন। এছাড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে চারটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন