বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সর্বশেষ

বাংলাদেশের জনগণ আওয়ামীলীগকে  রেহাই দেবে না-সরোয়ার আলমগীর

আগামী ১৪ জুন ২০২৩ ইং চট্টগ্রাম বিভাগীয় দেশ বাঁচাতে তরুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে ফটিকছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌত উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক সরোয়ার আলমগীর।

সরোয়ার আলমগীর বলেন,সরকারের মেয়াদ আর বেশিদিন নেই। এটা বুঝতে পেরে তারা আবোল তাবোল বকছে। বাংলাদেশের জনগণ আওয়ামীলীগকে  রেহাই দেবে না। দেশের অর্থনীতি থেকে শুরু করে সবকিছু ভঙ্গ করে দিয়েছে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জনাব ইউসুফ চৌধুরী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি’র সাবেক আহ্বায়ক জনাব ফরিদুল আলম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য জনাব নাজিম উদ্দিন শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জনাব নুরুল ইসলাম বাবুল,
জেলা যুবদলের সহ-সভাপতি জনাব মুনসুর আলম চৌধুরী’র সভাপতিত্বে, ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম আবু মুনসুর ও ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন এর যৌথ সঞ্চালনায়, এতে আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি জনাব আজম খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব মোশারাফুল আনোয়ার মশু, রশিদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক ইউসুফ চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন, নাজিরহাট পৌরসভা ছাত্রদল আহ্বায়ক আবু বকর চৌধুরী মহিন, ফটিকছড়ি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কে এফ সাইমন প্রমুখ।

আরও পড়ুন