হাটহাজারী মডেল থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দক্ষিণ গুমানমর্দ্দন বোয়ালিয়ারকুল সেতুর উপর থেকে তাদের আটক করা হয়।

থানার উপ-পরিদর্শক মো. জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ গুমানমর্দ্দন বোয়ালিয়ারকুল সেতুর উপর অভিযান পরিচালনা করে রবিউল হোসেন(২৮), মো. সালাউদ্দিন(২৮), মো. শাওন(১৯), মো. সোহেল(২৩), ও মো. জিসান(২০)কে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র, ২টি রামদা, ২টি কিরিচ, ৩টি ৩ সুতার লোহার রড, ১টি স্যালাইন রেঞ্চ, ১টি রিং রেঞ্চ, ১টি রিং হ্যান্ডেল গুটি, ১টি রিং ঢালী, ১টি রিং ঢালী, ১টি ঢালী সিএনজিচালিত গাড়ি জব্দ করা হয়।

এ ব্যাপারে হাটহাজারী থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়।

আটকদের আজ শুক্রবার (৯ জুন) কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।