বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সর্বশেষ

এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি কমেছে ৪৩ দশমিক ১৯ শতাংশ

এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি কমেছে ৪৩ দশমিক ১৯ শতাংশ। এপ্রিল মাস শেষে বাণিজ্য ঘাটতি ১ হাজার ৫৭৩ কোটি ডলারে নেমে এসেছে। গেল বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ হাজার ৭৬৯ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। আমদানি কমিয়ে দেশের বৈদেশিক মুদ্রার সংকট সামাল দেয়ার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ৫ হাজার ৮৭৮ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে। একই সময় রপ্তানি হয়েছে ৪ হাজার ৩০৪ কোটি ৯০ লাখ ডলারের পণ্য।

ডলার সংকট কাটাতে আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে সরকার ও বাংলাদেশ ব্যাংক। আমদানি নিয়ন্ত্রণের কারণে ধারবাহিকভাবে কমছে বাণিজ্য ঘাটতি। এপ্রিল মাস শেষে দেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়ে ১ হাজার ৫৭৩ কোটি ডলারে নেমে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এক বছরে দেশের বাণিজ্য ঘাটতি ৪৩.১৯ শতাংশ কমেছে। চলতি অর্থবছরের ২০২২-২৩ সালের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত চলতি হিসাবের ঘাটতি ৩.৭৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে। চলতি অর্থবছরের শেষ ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৩ মিলিয়ন ডলারে।

চলতি অর্থবছরের শেষ ১০ মাসে আমদানিতে ব্যয় হয়েছে ৫ হাজার ৮৭৮ মিলিয়ন ডলার, যা গত ২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাসের তুলনায় ১৪ দশমিক ৪০ শতাংশ কম।

চলতি অর্থবছরের শেষ ১০ মাসে রপ্তানি খাতে আয় হয়েছে চার হাজার ৯৭০ মিলিয়ন ডলার, যা গত ২০২১-২২ অর্থবছরের আলোচিত সময়ের চেয়ে ৫ দশমিক ০৬ শতাংশ বেশি।

আরও পড়ুন