রংপুর জেলা ও মহানগর, রাজশাহী মহানগর এবং নীলফামারী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও সৈয়দপুর (সাংগঠনিক) জেলায় ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে তিনটি আহ্বায়ক কমিটি রয়েছে।
শুক্রবার (৯ জুন) জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এসব কমিটি অনুমোদন করেছেন।
রংপুর জেলা (২১ সদস্যবিশিষ্ট)
আহ্বায়ক মো. শরীফ নেওয়াজ জোহা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মিলু, যুগ্ম-আহ্বায়ক মো. মাজেদুল ইসলাম মীম, মো. সাখাওয়াত হোসেন সজীব, মো. আকাশ ও মো. সাজ্জাদ হোসেন।
সদস্য সচিব মো. আবতাবুজ্জামান সুজন, সদস্য মো. ফজলে রাব্বি, মো. মিরাজ হোসাইন, মো. লোকমান হোসেন, মো. আনোয়ার আখন্দ, মো. রায়হান কবির তুর্য্য, মো. রবিউল ইসলাম, মো. আখতারুজ্জামান তিতাস, আব্দুর রহিম, মো. সাফিউল ইসলাম শিমুল, মো. মাসুদ রানা খান মানু, মো. রবিউল ইসলাম, মো. মৃদুল ইসলাম শামিম, মো. আমিনুল ইসলাম ও মো. মেহেবুব হাসান বাঁধন।
রংপুর মহানগর (৯ সদস্যবিশিষ্ট)
আহ্বায়ক মো. ইমরান খান সুজন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম সবুজ, যুগ্ম-আহ্বায়ক আশরাফুল আলম তমাল, আবু হাসনাত লেলিন, আবদুর রহমান অরূপ রাজ, মুকিতুর রহমান মেরিন, জোনায়েদ হোসেন অনিক ও মো. শাহরিয়ার রাহাত এবং সদস্য সচিব রবিউল ইসলাম রবি।
রাজশাহী মহানগর (৫ সদস্যবিশিষ্ট)
সভাপতি মো. আকবর আলী জ্যাকি, সিনিয়র সহসভাপতি মো. তরিকুল ইসলাম কনক, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ,
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিউল আসলাম সজীব ও সাংগঠনিক সম্পাদক রাকিব রায়হান রবিন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা (৭ সদস্যবিশিষ্ট)
আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন, যুগ্ম-আহ্বায়ক এলভিন লস্কর, সাজিদ আহম্মেদ, রেজাউল হক শীষ, আব্দুল গাফফার রিমন ও সাইফুল ইসলাম ফাহিম এবং সদস্য সচিব সমীর চক্রবর্তী।
নীলফামারী জেলা (৫ সদস্যবিশিষ্ট)
সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সিনিয়র সহসভাপতি মো. আতিকুর রহমান নিশান, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মোজাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস জীবন ও সাংগঠনিক সম্পাদক মো. রাজু পারভেজ।
সৈয়দপুর (সাংগঠনিক) জেলা (৯ সদস্যবিশিষ্ট)
সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সিনিয়র সহসভাপতি মো. জাবেদ খান, সহসভাপতি ইমরান আনসারী, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাইদ, যুগ্ম-সম্পাদক মো. শাহাদাত হোসেন আরাফাত, মো. মুরাদ আহমেদ জিসান ও মো. নাসিম আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়।
হবিগঞ্জ জেলা (৬ সদস্যবিশিষ্ট)
সভাপতি শাহ রাজিব রিংগন, সিনিয়র সহসভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষার, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুর রহমান শাওন ও সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব।
ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়েছে।
আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।