সোমালিয়ার দক্ষিণের শহর কোরিওলেতে খেলার মাঠের পাশে পড়ে থাকা বোমা বিস্ফোরণে ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৩ জন। শুক্রবার (৯ জুন) সোমালি নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।
এর আগে স্থানীয় প্রশাসনের বরাতে চীনা গণমাধ্যম শিনহুয়া জানায়, নিহতদের অন্তত ২৫ জনের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। এ ঘটনায় তদন্ত চলছে।