সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

নিজেকে খুঁজি

নিজেকে খুঁজি
ফাতিমা কানিজ
“””””””””””””””””””””””””,
আমি এমনটা নই যেমনটা তুমি ভাবো
আমি এমনি যেমনটা আমার চাওয়ার সাধ্য,,
তোমার ভাবনায় বেঁচে থাকার চেয়ে
আমার নিজস্বতা অনেক আনন্দের।

ভালোবাসি নিজেকে উজার করে
গুছিয়ে রাখি সাজিয়ে রাখি
নিজের মতো করে।
আমার প্রাপ্তি আমার সক্ষমতা
ব্যর্থতা যত,প্রতিবাদের ক্ষত।
আমি হাসি বাঁচার আনন্দে
আমি কাঁদি হালকা হবো বলে
আমার বিশ্বাস ভীরুতা নয়, দৃঢ়তা।
আমার মায়া কখনো বা দূর্বলতার কারণ
বাঁচে বিশ্বাসে,ভালোবাসার আশ্বাসে।

মধ্যবিত্ত নারী অসাধ্য কি আর পারি
মাথায় তুলেছি বার হাতের শাড়ী
চর্ম করেছি বর্মের মতো
অপমানের আঘাতে না-হয় যেন ক্ষত।

একাকিত্বে নিজেকে খুঁজি
পাখা ঝাঁপটাই,উড়তে চাই
মুক্ত বিহঙ্গের মতো, খরস্রোতার মতো
এতকিছুর পরও,,,
আমার একটা বিশাল আকাশ চাই
ভাঙাচোরা গল্পগুলো গুছানোর প্রিয় মানুষ চাই।

আরও পড়ুন