সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

কসমোপলিটান লিও ক্লাবের ২০২৩-২০২৪ সেবা বর্ষের কমিটি

গত ৯ই জুন চট্টগ্রামের একটি অভিজাত রেষ্ট্রুরেন্টে লিও ক্লাব অব চিটাগাং কসমোপলিটানের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। কসমোপলিটান লিও ক্লাব সভাপতি লিও অর্চি দাসের সভাপতিত্বে এবং সচিব লিও চৌধূরী আদৃতা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার সম্মানিত রিজিওন চেয়ারপার্সন লায়ন আশীষ ভট্টাচার্য এমজেএফ। আরো উপস্থিত ছিলেন কসমোপলিটান লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন এম এইচ শাহ বেলাল, ক্লাব উপদেষ্ঠা লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান এমজেএফ। উক্ত মিটিং-এ কসমোপলিটান লিও ক্লাবের ২০২৩-২০২৪ সেবা বর্ষের জন্য সভাপতি হিসেবে লিও ফাহিম রায়হান, সচিব হিসেবে লিও রেজাউনুর রহমান রাকিন এবং কোষাধক্ষ্য হিসেবে লিও উর্মিলা দাশের নাম ঘোষনা করা হয়। সেই সাথে উপদেষ্ঠা হিসেবে লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান এমজেএফ এবং কো-উপদেষ্ঠা হিসেবে লায়ন ইঞ্জি. মোঃ নাঈম সারওয়ারের নাম ঘোষনা করা হয়। অনুষ্ঠানে আগামী এক বছরের জন্য চীফ কো-অর্ডিনেটর হিসেবে প্রাক্তন ক্লাব সভাপতি রাহুল চৌধূরী এবং মেম্বারশীপ চেয়ারম্যান হিসেবে লিও সিফাতুল ইসলাম সামি কে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়াও সহ-সভাপতি হিসেবে লিও চৌধূরী আদৃতা বড়ুয়া দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চীফ কো-অর্ডিনেটর জয় চক্রবর্তী, লিও ঝলক সেন, লিও আরাফাত, লিও ফয়সাল, লিও ইয়াসিন, লিও ইরফান, লিও শাহিন, লিও মেহরাজ, লিও শ্রেয়া, লিও শ্রেষ্ঠা সহ আরো অনেকে।

আরও পড়ুন