সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করছিল দশম শ্রেণির ছাত্র, অতঃপর…

রাজবাড়ীর কালুখালীতে অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে দশম শ্রেণির ছাত্রের বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বরপক্ষ ও কনেপক্ষকে জরিমানা এবং কাজীর সহকারীকে কারাদণ্ড দেওয়া হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালিকাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাল্যবিয়ের খবর পেয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. সজিব কনের বাড়িতে উপস্থিত হন। এ সময় পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি। বাল্যবিয়েতে সহযোগিতা করার দায়ে কাজীর সহকারী নাছির উদ্দিনকে ছয় মাসের কারাদণ্ড, বরপক্ষকে পাঁচ হাজার ও কনেপক্ষকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন। একইসঙ্গে বর ও কনের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

ইউএনও শাহ্ মো. সজিব বলেন, ‘বাল্যবিয়ের খবর পেয়ে অভিযান চালিয়ে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। বাল্যবিয়ের তথ্য দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।’

আরও পড়ুন