বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সর্বশেষ

সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়নস লিগ জয়ী খেলোয়াড় কারা

স্পোর্টস ডেস্ক

ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্ব নির্ধারণী ম্যাচ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আজ দিবাগত রাতে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। পেপ গার্দিওলার সিটি আছে প্রথমবারের মতো ক্লাব পর্যায়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের দ্বারপ্রান্তে। অন্যদিকে সর্বশেষ ২০১০ সালে তৃতীয়বারের মতো শিরোপা জেতে ইন্টার। তারাও ভাঙতে চায় শিরোপা খরা।

১৯৫৫ সালে শুরু হওয়া ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টটি সংস্কার হয় ১৯৯২ সালে। পরে টুর্নামেন্টটির নাম হয় চ্যাম্পিয়নস লিগ। সবমিলিয়ে সর্বোচ্চ ১৪ বার টুর্নামেন্টটির শিরোপা জেতে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় সর্বোচ্চ ৭ বার শিরোপা ঘরে তোলে ইতালিয়ান ক্লাব এসি মিলান।

জনপ্রিয় ক্রীড়াবিষয়ক স্প্যানিশ গণমাধ্যম এএস ডটকমের তথ্যানুযায়ী, রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রাই ইউরোপিয়ান এই কাপ জেতায় এগিয়ে আছে। একমাত্র খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ছয়বার এই কাপ জেতেন রিয়াল মাদ্রিদেরই সাবেক খেলোয়াড় পাকো গেন্তো। পাঁচবার করে কাপ জিতেছেন সাম্প্রতিক সময়ে রিয়ালের হয়ে খেলা বহু খেলোয়াড়ই। এছাড়া আলফ্রেডো ডি স্টেফানো, হেক্টর রিয়াল, জোসে মারিয়া জারাগা, মার্কোস আলোনসো, রাফায়েল লেসমেস এবং জুয়ানিতো আলোনসোর মতো খেলোয়াড়রা পাঁচবার এই শিরোপা জিতেছেন।

চ্যাম্পিয়নস লিগ নামকরণ হওয়ার পর সর্বোচ্চ পাঁচবার করে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদোসহ রিয়াল মাদ্রিদের কয়েকজন খেলোয়াড়। যদিও পাঁচবারের মধ্যে একবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জিতেছেন রোনালদো।

আরও পড়ুন