আন্তর্জাতিক ডেস্ক
ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে প্রকাশ্যে থাপ্পড় ও স্যান্ডেল দিয়ে পিটিয়েছেন এক তরুণী। ভারতের কর্ণাটকের উদিপি জেলায় গতকাল শুক্রবার ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির।
ইতোমধ্যে ওই ঘটনার ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্ত যুবক স্থানীয়দের কাছে অনুরোধ করছেন তাকে যেন ঘটনাস্থল থেকে যেতে দেওয়া হয়। এ সময় এক তরুণী ওই যুবকের মাথায় এবং মুখে স্যান্ডেল দিয়ে পেটাচ্ছেন। সেই সময় আরেক ব্যক্তিকে ওই যুবকের কলার ধরে থাকতে দেখা গেছে।
তরুণীর হাতের মার খাওয়ার সময় ওই যুবককে বাধা দিতে দেখা যায়নি। সেইসময় স্থানীয়রা দাঁড়িয়ে এ ঘটনা দেখছিলেন।
স্থানীয়রা জানান, ওই তরুণী শুক্রবার সকালে তার হোস্টেল থেকে কলেজ যাচ্ছিলেন। সেই সময় অভিযুক্ত যুবক তাকে উক্ত্যক্ত করে। এতে ওই শিক্ষার্থী এ ঘটনা স্থানীয়দের জানান এবং যুবককে ধরে ফেলেন।