স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আজ দিবাগত রাতে মুখোমুখি হচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি এবং ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় ইস্তাম্বুলে অনুষ্ঠেয় এই ফাইনাল জিতলেই ‘ট্রেবল’ জেতা হয়ে যাবে সিটির। মৌসুমে এরই মধ্যে তারা নিশ্চিত করে ফেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং এফএ কাপের শিরোপা।
ফুটবলে ট্রেবল কী
সাধারণত একটি দল যখন একই মৌসুমে তিনটি শিরোপা জেতে সেটিকে ট্রেবল বলে। কিন্তু এই ট্রেবলেও আবার রকমভেদ আছে। ঘরোয়া ট্রেবল মানে, কোনো দল যখন লিগ শিরোপার সঙ্গে ঘরোয়া দুইটি কাপ জিততে পারে। অর্থাৎ, ইংলিশ দলের ক্ষেত্রে প্রিমিয়ার লিগসহ এফ এ কাপ এবং কারাবাও কাপ জিতলে সেটিকে ঘরোয়া ট্রেবল বলা যাবে। তবে ‘আসল ট্রেবল’ মানে ঘরোয়া লিগ এবং কাপের সঙ্গে মহাদেশীয় শিরোপা। এই ‘আসল ট্রেবলের’ পেছনেই ছুটছে সিটি।
advertisement
আজকের ফাইনাল জিতলে ম্যানচেস্টার সিটি হবে অষ্টম ইউরোপিয়ান ক্লাব যারা ট্রেবল জেতার গৌরব অর্জন করেছে। এর আগে মাত্র সাতটি দল ইউরোপিয়ান কাপসহ ঘরোয়া লিগ এবং কাপ জয়ের রেকর্ড গড়েছে।
চলতি শতকেই প্রথম ট্রেবল জয়ের স্বাদ পেয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। এই দুই দল ট্রেবল জিতেছে দুইবার করে। এর আগে, ১৯৯৯ সালে ট্রেবল জিতেছিল স্যার অ্যালেস্ক ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড। এখনো পর্যন্ত ট্রেবলজয়ী একমাত্র ইংলিশ ক্লাবও তারা। তবে এখনো পর্যন্ত ট্রেবল জিততে পারেনি আলাদাভাবে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়নস লিগ, ঘরোয়া লিগ ও কাপজয়ী দল রিয়াল মাদ্রিদ।
ট্রেবলজয়ী ক্লাব
বায়ার্ন মিউনিখ (দুইবার) – বুন্দেসলিগা, ডিএফবি-পোকাল, চ্যাম্পিয়ন্স লীগ – ২০১২/১৩ এবং ২০১৯/২০
বার্সেলোনা (দুইবার) – লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লীগ – ২০০৮/০৯ এবং ২০১৪/১৫
ইন্টার মিলান – সেরি এ, কোপা ইতালিয়া, চ্যাম্পিয়ন্স লীগ – ২০০৯/১০
ম্যানচেস্টার ইউনাইটেড – প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ – ১৯৯৮/৯৯
পিএসভি – এরেদিভিসি, কেএনভিবি কাপ এবং ইউরোপিয়ান কাপ – ১৯৮৭/৮৮
আয়াক্স – এরেদিভিসি, কেএনভিবি কাপ এবং ইউরোপিয়ান কাপ – ১৯৭১/৭২
সেল্টিক – স্কটিশ লিগ, স্কটিশ কাপ এবং ইউরোপিয়ান কাপ – ১৯৬৬/৬৭
5 Shares
facebook sharing button
twitter sharing button