শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ

‘আমার ডিভোর্স হয়েছে, এটা আমার ব্রেকআপ পার্টি’

প্রায় সময়ই বিতর্কের মুখে পড়েন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এক বিতর্ক শেষ না হতেই যেন আরেক বিতর্কের বেড়াজালে আটকা পড়েন এই অভিনেত্রী। এবার বিয়ের সাজে ক্যামেরায় ধরা দিয়ে ফের সমালোচনায় এলেন রাখি।

রাস্তায় দাঁড়িয়ে আছেন রাখি। অভিনেত্রীর পরনে লাল রঙের লেহেঙ্গা, মাথায় টিকলি, গলায় নেকলেস। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রাখি বলেন, ‘আমার ডিভোর্স হয়েছে, এটা আমার ব্রেকআপ পার্টি।’

এ কথা শেষ করা মাত্রই পাশে দাঁড়িয়ে থাকা ঢোল বাদকদের উদ্দেশে ‘স্টার্ট’ বলেই নাচতে থাকেন রাখি। রীতিমতো বিয়ের আয়োজনেই ব্রেকআপ পার্টি উদযাপন করলেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন রাখি সাওয়ান্ত।

ওই ভিডিওগুলোতেই এমন দৃশ্য দেখা যায়। মুহূর্তেই এসব ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। অভিনেত্রীর এমন কাণ্ড দেখে নেটিজেনদের একজন লিখেছেন, ‘সে হতাশাগ্রস্ত।’ আবার অনেকে স্বাগতও জানিয়েছেন রাখিকে।

উল্লেখ্য, আদিল ডুরানির সঙ্গে ২০২২ সালের জুলাই মাসে বিয়ে করেন তারা। এজন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন রাখি। পরে তার নাম পরিবর্তন করে রাখা হয় রাখি সাওয়ান্ত ফাতিমা।

আরও পড়ুন… এখন আর জামাই খুঁজতে হবে না : জেবা (ভিডিও)

তবে সম্পর্কের এক পর্যায় দাম্পত্য জীবনের টানাপোড়েন শুরু হয় রাখি-আদিলের মধ্যে। বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গয়না চুরি এবং পণ নেওয়ার অভিযোগ তোলেন এই অভিনেত্রী।

পুলিশের তথ্যানুসারে, ২০২২ সালের জানুয়ারি মাসে আদিল-রাখির পরিচয়ের পর একসঙ্গে একটি বিজনেস অ্যাকাউন্ট খোলেন তারা। নতুন গাড়ি কেনার জন্য একই বছরের জুন মাসে ওই অ্যাকাউন্ট থেকে ১ কোটি ৫০ লাখ রুপি (ভারতীয় মুদ্রা) তুলে নেন আদিল। বর্তমানে রাখির দায়ের করা মামলাতেই জেলে রয়েছেন আদিল।

আরও পড়ুন