জয়পুরহাটে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগে মাসুদ রানা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর বাবা।
গ্রেপ্তারকৃত মাসুদ রানা পাঁচবিবি উপজেলার পাড়ইল গ্রামের আলম হোসেনের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ভুক্তভোগী ওই ছাত্রী স্থানীয় একটি স্কুলে যাওয়ার সময় রাস্তায় প্রায়ই প্রেমের প্রস্তাব দিতেন মাসুদ। এতে ওই ছাত্রী রাজি না হওয়ায় ক্ষুদ্ধ হয় সে।
গত ১৯ জুন রাতে ওই ছাত্রীর বাবা-মা ঘরের বাইরের দিকে ছিলেন। ওই সময় ওই ছাত্রী নিজ ঘরে পড়াশোনা করছিলেন। এই সুযোগে মাসুদ ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এসময় সে চিৎকার করলে তার মা-বাবা ছুটে আসলে মাসুদ পালিয়ে যায়।
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।