চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের হাট সভা ও কৃষক সমাবেশ গতকাল ২২শে জুন চন্দনাইশ উপজেলার রওশন হাট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক, যুগ্ম সম্পাদক নবাব আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। উদ্ভোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ কৃষকলীগের সহ সভাপতি আলহাজ্ব আকবর আলী চৌধুরী, সাংগাঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, নাজমুল হক পানু, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, স্থানীয় সরকার সম্পাদক এড.উম্মে হাবিবা, সহ দপ্তর সম্পাদক নজরুল ইসলাম শানু, সহ-আইন বিষয়ক সম্পাদক এড. রাবেয়া হক, সদস্য ও বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম.জাহাঙ্গীর, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, লক্ষীপুর জেলা কৃষকলীগের আহবায়ক মোঃ আবদুল্লাহ, চট্টগ্রাম মহানগর কৃষকলীগের সহ সভাপতি কাজী সুজা উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত চৌধুরী। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন বাদল, আবদুর রহিম, সৈয়দ নুরুল আবছার, যুগ্ন সম্পাদক দিদারুল ইসলাম টিপু, সাংগাঠনিক সম্পাদক নুরুল হুদা বুলু, সত্যব্রত বড়ুয়া, সম্পাদক মন্ডলীর সদস্য আবদুল মোনাফ, হাজী মোঃ বাদশা, আসিফ ইকবাল, মোঃ ইব্রাহীম চৌধুরী, সহ প্রচার সম্পাদক সুজন দত্ত, সদস্য লুৎফুর রহমান, জাহেদুল ইসলাম, আবদুর রাজ্জাক, আবদুস সবুর, চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সভাপতি মাষ্টার হুমায়ুন কবির, সাতকানিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালু, সাধারণ সম্পাদক নুর হোসেন, লোহাগাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরতœ দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে কৃষকদের উন্নয়নে যে যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে তা আমাদের জন্য গৌরবের। কৃষকদের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার বহুমুখী উন্নয়ন কাজ করে চলেছে। তিনি বলেন প্রান্তিক জনগোষ্ঠী তথা কৃষকদের উন্নয়নের জন্য বর্তমান সরকার বদ্ধ পরিকর। তিনি আগামীতেও জননেত্রী শেখ হাসিনাকে আগামীতে আবারো ক্ষমতায় আনার জন্য নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। সভার প্রধান বক্তা তার বক্তব্যে বলেন জননেত্রী শেখ হাসিনা কৃষক বান্ধব নেত্রী হিসেবে সারা বাংলাদেশে অভুতপুর্ব উন্নয়ন সাধন করে চলেছে। কৃষকদের জীবনকে একটি গতিশীল জীবনধারায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী নয সারা বিশ্বের একজন সফল রাষ্ট্র নায়ক হিসেবে সমাদৃত হচ্ছে। যার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ তার কাঙ্খিত উন্নয়ন সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়াকে একটি গোষ্ঠী কোনমতে সহ্য করতে পারছেনা। যার কারণে তারা নানাভাবে দেশের উন্নয়নে বাঁধাগ্রস্থ করছে।সেই স্বাধীনতাবিরোধী অপশক্তিকে আগামীদিনেও নৌকা প্রতীকে বিজয়ী করতে তৃণমুলের কৃষকলীগ নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভুমিকা পালন করতে হবে। সভার উদ্ভোধক তার বক্তব্যে বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তিনি বলেন কৃষকরা আমাদের উন্নয়নের চাবিকাঠি। কৃষকলীগকে সুসংগঠিত করার মাধ্যমে আমাদেরকে আগামীদিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।