দুবাইয়ের আলোচিত-সমালোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের দোকান থেকে চাইলে ৫ কেজি স্বর্ণও কেনা যাবে। আজ শুক্রবার ফেসবুক লাইভে এসে এমন দাবিই করেছেন আরাভ খান।
নিজের স্বর্ণের দোকান আরাভ জুয়েলার্স থেকে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, ‘আমার যত গোল্ড (স্বর্ণ) রাখছি, সম্পূর্ণ সিঙ্গাপুরে রাখছি। আর অলরেডি আরও আমার মাল আসতেছে। ইনশাল্লাহ অনেক মাল আসতেছে। সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের বিভিন্ন জায়গার মাল আসতেছে। যারা সেল-বাই (কেনা-বেচা) করতে চান, যারা ট্রেডিং করতে চান। আমাদের ট্রেড চলতেছে। ১০০ কেজি, ২০০ কেজি, ১ কেজি, ১০০ গ্রাম, ২০০ গ্রাম ট্রেড করতে পারবেন।’
আরাভ বলেন, ‘যারা বাই-সেল করতে চান তারা বাই-সেল করতে পারবেন। আর ১ হাজার কেজি, ২ হাজার কেজি, ৫ হাজার কেজি এখানে বাই-সেল করা যাবে ইনশাল্লাহ।’
তিনি বলেন, ‘কেজি বার হচ্ছে আমার মেইন বিজনেস। তারপরও অর্নামেন্টস আমি রাখছি প্রবাসী ভাইদের জন্য। এটা কোনো প্রফিটের জন্য না।’