প্রতিবারের মতো এবারও কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার।রোববার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, এ বছর ঢাকায় প্রতি বর্গফুট গুরুর চামড়া বিক্রি হবে ৫০ থেকে ৫৫ টাকায়। ঢাকার বাহিরে বিক্রি হবে ৪৫ থেকে ৪৮ টাকায়। গত বছর ঢাকার বাইরে গরুর চামড়ার দাম ছিল প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা এবং ঢাকায় ছিল ৪৭ থেকে ৫২ টাকা।
এছড়া সারা দেশে খাসি ছাগলের চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা এবং বকরি ছাগলের চামড়া দাম নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৪ টাকা দরে।