যুবলীগের কথিত নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আট জনের বিরুদ্ধে অর্থপাচার মামলার রায় ঘোষণার জন্য ১৭ জুলাই নতুন তারিখ রেখেছে আদালত।
রোববার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রায়ের এ তারিখ ঠিক করে দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, এদিন এ মামলার রায় ঘোষণার তারিখ ছিল। বিচারক আরও একবার যুক্তিতর্ক শুনতে চাওয়ায় রায়ের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের এক দফা যুক্তি উপস্থাপন শেষে গত ১৫ জুন বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রায় ঘোষণার জন্য ২৫ জুন দিন রেখেছিলেন।
যুক্তিতর্কে আসামিদের ১২ বছরের কারাদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। আর আসামিপক্ষ বলে, রাষ্ট্রপক্ষ অভিযোগ ‘প্রমাণ করতে পারেনি’, তাই আসামিদের খালাসের প্রত্যাশা করছেন তারা।
মামলার অন্য আসামিরা সবাই শামীমের দেহরক্ষী। তারা হলেন– দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।
চলতি বছরের ১৭ জানুয়ারি আত্মপক্ষ শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ‘ন্যায়বিচার’প্রার্থনা করেন। নয় দিন পর ২৬ জানুয়ারি রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে, যা শেষ হয় ৬ মার্চ। এরপর ১৫ মার্চ আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু হয়।
গত বছরের ২১ ডিসেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এর আগে অভিযোগপত্রে থাকা ২৬ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য নেয় আদালত।